সকলের মুখে শুনি নেই নেই নেই ।
মানবতা নেই প্রেম নেই হৃদয় হৃৎপিণ্ড নেই
সে রাম নেই সে অযোধ্যা নেই
শুধু নেই নেই রব
বাতাসের বুকে যেন শুয়ে আছে শব ।
তাহলে মানুষ কী আজ ‘নেই রাজ্যের বাসিন্দা’?
তাতো মানুষেরই অতীত চিন্তার রূপ ।
মা আমাকে শিখিয়েছিল
নেই বলবি না , বল আছে সব আছে ।
মানুষ যায়নি মরে হৃদয়ে প্রেম আছে আজও
আছে স্বপ্ন গৃহস্থালি নিবিড় শান্তির পিপাসা
অদ্ভুত আঁধারেও বড়ই রঙিন
দূরে যায় হৃদয়ের সকল নিরাশা ।
মা আমাকে শিখিয়েছিল
জীবনে বাঁচার রূপকথা
বলেছিল “ আছে সব আছে
রাত্তিরে সাপ বলতে নেই বলতে হয় লতা । ”

*****************************