ঐ যে নিঃশব্দ বালুরাশি পড়ে আছে
অনাদি অনন্তকাল ধরে
তার কোলে পাথরের গম্বুজে বাজে জল
বিষণ্ণ রোদের কোলে গেয়ে চলে
অচঞ্চল জীবনের গান
হে জীবন সেরকম স্থির হতে পারো না কখনো ?
তুমিও হাজার বছর ধরে স্থির থেকে
গুনে যাও পৃথিবীর মণি মুক্তোগুলি
কালের সিক্ত করতলে
বার বার কেন এই আসা আর যাওয়া ?
স্থির হও ,তিষ্ঠ অনন্তকাল ধরে
মায়াবী আলোক মেখে কচি দুর্বাদলের শরীরে ।
স্থবির মৃত্যু এসে ক্লান্তি নিয়ে ফিরে যাক
জেনে যাক তার কোন স্থান নেই আর
পৃথিবীর বুকে ভাসে অচঞ্চল জীবনের গান
তার স্থান দূরে বহু দূর
চারপাশে বাজছে শুধু অচঞ্চল মায়ার নূপুর ।
***************************