মণিমালা বলেছিলো ডেকে
জীবনের সুখ শান্তি সবশেষে জেগে আছে ভয়
প্রেমপ্রীতি গৃহস্থালি  দুদিনের  মিছে অভিনয় ।

এ জীবনে সুখ আছে বুঝি ?
কিছুক্ষণ   ভেবে দেখো পেয়ে যাবে কূল
রূপরাশি ভস্মরাশি শাল্মলীর গন্ধহীন ফুল ।

অন্ধকারে বলেছে সে হাতে রেখে হাত
সংসারে নারীদের কোথা আছে সুখ ?
কিছুদিন খুঁটে খায় তারা সব গৃহবলিভুক ।

বলেছিলো ডেকে সেই মেয়ে
জীবনের রূপ রস সবই আজ ঝরে গেলে যাক
সাড়া   দেব  যদি আসে দিশাহীন দিগন্তের  ডাক ।

*****************************