এভাবেও চলে যাওয়া যায়
বিশীর্ণ নদীর মতো পাহাড়ের বুক চিরে একা
একা একা নীরবেই চলে যাওয়া যায় ।
যারা থাকে খুব কাছে তাদেরও দৃষ্টির আড়ালে
ছিন্ন ভিন্ন মেঘের আড়ালে সূর্য ওঠা দেখে
কিংবা কোন মন্দিরের কাঁসর ঘণ্টা শুনে
হতে পারে শেষ নিষ্ক্রমণ ।
হৃদয়ে পেঁচিয়ে রাখা অভিমান
না খুলেও চলে যাওয়া যায় একা একা
হিংস্র পশুর মতো রাতের বুক চিরে ।
তবু বড়ো সাধ জাগে মনে
ভারত মায়ের কানে বলে যেতে সাধ জাগে শুধু
মা , এইসব ষড়যন্ত্র পৃথিবীর রণসজ্জা
বিচ্ছেদ ভাবনায় তোর দেহ হবে না বিক্ষত ,
জটাবল্কল তপস্যা যার অঙ্গের ভূষণ
তার দেহে অস্ত্রাঘাত করতে মানুষ পারে না ।


****************************