আবার এসেছি ফিরে
পৃথিবীর বুক চিরে পেয়ে যেতে হৃদয়ের ঘ্রাণ
আমার এ বুকে মুখে
হয়তো  দেখবো আমি পরিচিত উষসী অঘ্রাণ ।
মনে পড়ে গত জনমের মতো
এবারও প্রেমের মাঝে ব্যথা আর ক্ষত
জীবনের চারপাশে প্রাচীর তুলেছে
তবু সে যে বার বার গিয়েছে এসেছে
পাবে বলে হৃদয়ের ঘ্রাণ ,
মূক বধির হয়ে পাবে বলে বাঁচার সম্মান ।
মরণ কী শুধু আনে ত্রাস ?
পৃথিবীর আকাশ বাতাস
আজও মনে হয় ডুবে আছে  মৃত্যুর গভীরে
এবারও সে ডাকে বারে বারে ।
এই সব মাটি ধুলো কাদা
আমার প্রেমের গানে দেয়নি তো বাধা
দেয়নি ধিক্কার ,
তাই আমি আবার এসেছি
ছিঁড়ে দিতে সব বাধা প্রণয়ের করুণ চিৎকার  ।
আমি জাতিস্মর ,
ঠিক এখানেই ছিল মোর ঘর
ছিল গত জনমের প্রেমিকা আমার
সুরভি বনিক ,
হয়তো সে এসেছে এবার
মানুষের দেহ নিয়ে নয়
বসম্তের কোকিলের বেশে
এসেছে সে এই দেশে
আমি তাকে চিনতে পারিনি ,
আমাদের সেই প্রেম সেদিনের স্মৃতিও রাখেনি।

আবার এসেছি আমি
ভেসে যেতে শোক দুঃখ ভয় পারাবারে
সকলে আমাকে খুঁজে পাবে
শিশুদের কোমল চিৎকারে ।

*************************