প্রশ্নের পাহাড় জমে আছে
বুকের ভেতর-
হাজার যুক্তির ভিড়েও
সে প্রশ্নগুলো চির উজ্জ্বল।
আজও
তোর উত্তর আসবে না জানি,
তবু আশায় আশায় কেটে গেল
দিন,মাস,বছর।
পাহাড়ের বুক চিড়ে ঝরে গেছে ঝর্ণা,
বুকের ভিতর টা এখন অনেক শীতল।
উত্তর পাওয়ার বাসনা টাও হারিয়ে গেছে
অতৃপ্তির সাগরে-
বেদনার হাহাকার আজ যেন ভৈরবী সুর।
সে সুর বাজছে আজো বুকের ভেতর।
প্রশ্নেরা বেঁচে আছে-উত্তর তবু নিরুদ্দেশ।