পথচলতি নগরজীবন,
গলদঘর্ম ব্যস্ততা,
শীতল হওয়ার অবকাশ নেই।
মাথা উঁচু করে একবার তবে
দেখো দাঁড়িয়ে পাহাড়চূড়া,
তুষারশুভ্র - হিমশীতল।
মাঝখানে দূরত্ব অনেকটা জানি,
তবু পারো যদি গড়ে ফেলো
একটা নিবিড় প্রেমের সেতু,
যে সেতুর এপার ওপার জুড়ে
শুধু থাকবে শান্ত হাওয়ার শীতলতা
আর নগরজীবনের অবাধ যাতায়াত।