তীরের ফলার মত ধেয়ে আসা বৃষ্টির ফোঁটাগুলো
তোর কলিজা বিদ্ধ করুক।
ছিঁড়ে খাক শকুণের দল তোর শরীরের সব মাংসপিন্ড।
আজ হিংস্র এক অবতারে জন্ম নিয়েছে আমার মস্তিষ্ক।
নিষ্পাপ গোলাপের পাপড়িতে ঝরে পড়ুক কয়েক ফোঁটা বদরক্ত।
তোর ছুঁচসূতো,সেফটিপিন জীবনে নেমে আসুক
বিষাক্ত ভালোবাসার মায়াবী অন্ধকার।
চেয়ে দেখ চোখ মেলে তোর স্বপ্নের তেপান্তরের মাঠ
আজ নরখাদকের চারণভূমি -----
অপেক্ষায় আজও আছি আমি সে মৃত্যুপুরীতে,
দুহাত বাড়িয়ে ---- আরোও একবার,
আয় তবে একসাথে হাঁটি কয়েক কদম,
মেঠো আলপথ জুড়ে - দিগন্তের সীমাহীন শূণ্যতার দিকে।