আজ বড় জানতে ইচ্ছে করে-
কেমন আছে জয় গোসাঁইয়ের পাগলি ৷
হয়তো অবিন্যস্ত,খেই হারিয়েছে জীবনের বিড়ম্বনায়,
জীবন সত্যি বুঝি কাটছে ভয়াবহ!
ধুলোবালি জীবন,জল কাদা করে দেওয়া জীবন ৷
পাগলির সঙ্গে দুকদম ঢেউ খেলতে যাবে কেউ ?
অশান্তি কি চরমে? রোজ ভাঙ্গে কাঁচের বাসন?
বঙ্গভঙ্গ,৪২ তো অতীত,জীবন কাটে কিভাবে এখন?
ঝোলভাত,মাংসরুটি নাকি বিষাক্ত আলকোহল?
চার অক্ষর জীবন কাটে বুঝি আজ অনর্গল?
সদা সত্য জীবন নাকি কি মিথ্যুক জীবন?
পাপবিদ্ধ জীবন,হেস্তনেস্ত জীবন,ভ্যাবাচ্যাকা জীবন!
আসলে সে মানুষের আজ বড় অভাব
যে তোমায় বলবে দুহাত বাড়িয়ে-
"আমি কিনবো ফুল,তুমি ঘর সাজাবে যাবজ্জীবন ৷"
জীবন মানে আসলে এখন শুধুই
"মধ্যরাতে আচমকা মিলন ৷"
(কিংবদন্তি কবি শ্রী জয় গোস্বামীর প্রতি শ্রদ্ধার্ঘ্য)