ভালো লাগছে না রে তোপসে!
সত্যি আজ বাঙালির ভালো না লাগার ই দিন ৷
সংসার ছেড়ে আজ অপু যে পাড়ি দিচ্ছে
তিন ভুবনের পারে-
ফেলুদার গোয়েন্দাগিরির সমাপ্তি,
সমাপ্তি একটি প্রতিষ্ঠানের,
সমাপতন একটি মহীরুহের ৷
আর খুলবে না উদয়ন পন্ডিতের পাঠশালা ৷
ক্ষিদ্দা আর বলবে না "ফাইট কোনি ফাইট"৷
একটা অসুখ,সেই অসুখ থেকেই আতঙ্ক।
বেলাশেষে সাঁঝবাতি জ্বালিয়ে বিদায় নিলেন
বাঙালির ভালোবাসার পুলু।
রেখে গেলেন ফেলুদার মগজাস্ত্র
আর উদয়ন পন্ডিতের শিক্ষা।
হয়তো আবার সংসার সীমান্তে গণদেবতা
হয়ে ফিরে আসবেন কোন এক ছুটির ফাঁদে।
জীবনে কি পাবো না সে ভাবনা ঝেড়ে ফেলে
বাঙালি আবার কান পেতে শুনবে
পুলুর দৃপ্ত কন্ঠের কবিতা-
"আয় মৃত্যু, তিন পাত্তি খেলি আয়" ৷
চিরবিদায় সৌমিত্র চট্টোপাধ্যায়।
জয় বাবা পুলুনাথ।
প্রবাদপ্রতিম অভিনেতা ও শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় এর স্মৃতির প্রতি আমার বিনম্র শ্রদ্ধার্ঘ্য।🙏🌼
✍️গৌরব দত্ত