চলন্ত বাস থেকে ছিটকে পড়লো
ফুটপাথের উপর মুখ থুবড়ে।
একটা রোগাপাতলা জোয়ান ছেলে।
না না,পকেটমার নয় সে।
ওনাদের চোখে সে ইজ্জতমার।
শব্দ টা নতুন লাগলো?
হ্যাঁ,ধরুন আমিই এই শব্দের জন্মদাতা।
ইজ্জত কারে কয় দিদি?
আর ইজ্জত কি মারা যায়?
এত সহজ সবকিছু ?
আমার বাড়িতেও ইজ্জত আছে,
এত মানুষের ভিড়ে,অসাবধানে..............
এই চোপ্!!!!!!!!!!
জানোয়ার,ইতর,লম্পট.............
অনেক গুলো মানুষের হাত,
একটা ধাক্কা....................
এটা কি করলে গো দিদিরা?
তোমাদের ইজ্জতের চেয়ে তো
আমার জীবনটা অনেক দামী ছিলো।
রাস্তায় তখন ধুলোবালি মাখছে
মায়ের শাড়ী,বোনের চুড়ি,দিদির সালোয়ার।
ইজ্জতের মানে তুই কি বুঝবি?.....জানোয়ার!