অকারণ কেনো তারাদের খোঁজো
জোছনা মাখা নদীর জলে?
তারারা আছে আকাশের বুকে,
নদীর জলে শুধু প্রতিবিম্ব গুলো ভাসে।
একবার চোখ মেলো আকা শে-যদি পাও অবসর,
নদীর জলের মায়াবী রূপের সম্মোহন ভু লে-
একবার যদি শোনো আমার বিদীর্ণ বুকের হাহাকার।
একবার যদি শোনো সে বেদনার গল্প-
একবার যদি বাতাসের বুকে পাতো কান-
অনেক তো দেখলে জোছনার জলে তারাদের স্নান।
জানি হারিয়ে যাওয়ার আগে একবার দেখা দেবে।
সে আশায় বেঁচে আছি,বেঁচে আছে ভালোবাসা।
সেদিন ও থাকবে তারায় ভরা আকাশ,
থাকবে নদীর জলে জোছনার মাখামাখি,
থাকবে না শুধু আকাশের পানে চাওয়ার অনুরোধ।
আর থাকবে না নতুন করে হারিয়ে যাওয়ার ভয়।