কত স্বপ্নে তোমায় ~
সাজিয়ে রেখেছি।
কত দূ সময়ে তোমায়~
আগলিয়ে রেখেছি।
কত সময়ে তোমায় ~
গুছিয়ে রেখেছি।
আমার স্বপ্ন ~
শুধু তোমায় চেয়েছি।
দিন গুনি আমি ~
তুমি একদিন আসবে।
শুকিয়ে যাওয়া ~
ফুলের পাপড়িতে বসবে।
এইটুকু চাওয়া ~
তোমার কাছে।
রাখবো আগলিয়ে ~
তোমার যা কিছু আছে।
শুধু কথা দাও তুমি ~
আমার পাশে থাকবে।
অন্ধকার ঘন হলেও ~
আমার ছায়ায় ছায়া রাখবে |