রাজ মুকুট পরিহিত মন,

স্কুল টিফিনের পালানো সেই জীবন |

এক্সাম টাইম এ পেয়েছি ঈশ্বরের দর্শন,

যখন দেখেছি বন্ধুর সেই বোরখায় ঢাকান বদন ।

ভাইরাল সেই আ্যকট্রেসের ক্রাস  ,

বিকেলে বন্ধু দের সঙ্গে জমিয়ে আড্ডা ।

সর্বগ্রাহি এ মনুষ্যত্ব

হয়েগেছে বাকদরিদ্র…….

যখন গেছে পকেটে হাত

পকেটমানির জন্য……



গৌরব বসাক 2.4.2018.
               8.30pm