খোলা আকাশের নীচে

মানুষের কোনো চিহ্ন নেই,

চারিদিক শুন্য, সশব্দ

হয়ত বা কোন সমুদ্র!

নয়তো বা কোন মরুভূমি!

তাঁর ই মধ্যে চোখে পড়লো

নীল আকাশের নীচে ~

শুভ্র নীলাভ

ফুরফুরে হাওয়া বইতে লাগল ~

মনের মধ্যে অদ্ভূত অনুভুতি ;

মাথায় অন্য চিন্তা |