কোলাহল ডোবে ঘুম নির্জনে
পাহারায় চিল ।
ছম ছমে খাড়ি , ওতে নীল ভয় ,
শিকারের লোভ ওত পেতে থাকে
আমার ভেতরে ।
সরু সরু ডালে খেলা করে ফাঁদ ,
নদী জল তাই চোখ খুলে চায়
সাবধান করে , বাঁচাতে আমায় ।
ওর সব কথা বায়ু শিলালিপি
ইগ নোর করো , চেনা রিং টোন ।
পেছনেতে নেই , সামনের কেউ
মনে মনে খুলি হিসাবের জট
চাদ্দিকে খোলা বিপদের দোর ,
ছুটে ছুটে গিয়ে , থমকে দাঁড়াই ।
---- সৌরভ গোস্বামী