বিকেল ধোয়া আলো , কি পথ দেখল ,
একেলা আমি , ঘুরছিলাম পথে ।
উদাস ধুলোর পথ , ঠিক শেষে জানি
তোমারই কাছে এসে ও যে মেশে ।
আঁচল খানিক এলো , হাওয়ায় ওই
উড়ছিল মেঘ, নাকি খোলা চুল !
এত কাছে ডাকো ,তবু দুরে থাকো ,
ভাবছি তুমি সত্যি ? নাকি ভুল ।
মন যমুনায় নাও , ভেসে কেন যাও
মাঝ দরিয়ায় , মানে নাকো ঢেউ ,
অবুঝ মনের খেলা , এই ভেসে চলা
হিয়ার মাঝে হারাই যে দুকুল ।