তোমার মতন দেখতে আমার এক বন্ধুর রেললাইনের ধারে ছিল বাড়ি ,
ছাদে উঠে নীল আবছায়া এক অন্ধকারে সে হাত খানি ধরে বসত অদূরে ।
জোনাকির দল ঝাঁকরা গাছকে সাজিয়ে তুলত হাজার হাজার তারার মেলায় , চুপি চুপি এসে ।
বুনো কলা পাতা পাগলা হাতির মতন নাড়ত তার ঝোলা শুঁড় --
দমকা চটক লাগিয়ে ট্রেন ছুটে যেত চলে , চাপা দিয়ে যেত বুকের ভেতরে চলা ধুকপুক ।
ছেলেটা মেয়েটা দুজন বন্ধু , আবছায়া ভরা আঁধারেতে চোখে , কত কি আঁকত ।