এত ভর দুপুরেতে একা একা কোথায় যে আমি এসেছি চলে !
কেউ নেই কোথাও তবুও কেন একলা লাগে না মনে ?
ধানের ক্ষেতের এক অচেনা পাখির গান বসে শুনি চুপিচুপি ,
আমিতো বুঝিনা কি সে বলে শুধু শিষ দিয়ে তাল দিই মন ভরে ।
ঝিরঝিরে হাওয়ায় ছুঁয়ে যায় দেহ মন , চুরি করে নিয়ে যায় সে যে আমাকে কখন ।
কত বেলা চলে গেল কিছু বুঝতে পারি না ,মন উড়ে ভেসে যায় তাকে বাঁধতে পারিনা ।
নরম ঘাসের চুলে দুই হাত ছুঁয়ে রাখি ,মনে জুরে জেগে থাক শুধু বন ফুল পাখি ।