এক আলো হাত ধরে ডাকে - সে ভুলিয়ে নিয়ে যেতে চায় ;
অবুঝ একটা আলো অনিয়ম হয়ে এলে , অবসাদে ডুবে যায় মন ।
বহুকাল আগে পুরনো সে ঘাটে বেঁধেছিল খেয়া , ছল ছল চোখ
এক সন্ধ্যার কাছে হেলে পড়া বুড়ো গাছটার পাশে , বসেছিল এসে ।
ভাঙ্গা সে সোপানের সারি - বেয়ে আজ , কতকাল পরে সেই আলো এল ।
মেঘে মেঘে ছেয়ে আছে মন , বরষার মাসে বিকেলের মুখ ,
এলো মেলো জলে ডুবে গেছে ঘাস , পাখি গুলো ফিরে যায় ঘরে ।
আমি ফিরে যাব , না কি থেমে যাই , ডাকছে যে আলো
খেয়া ছেড়ে যাবে জানি চলে , সময়ের মত ।