রাধা , বুঝি না কি তোর পিরীতি ;
কাছে এলে দূরে ঠেলিস
কালো বলে নিন্দে করিস ,
সখী নিয়ে হেসে হেসে
কুরূপ আমি এসব বলিস !
আবার আমি দূরে গেলে
বাজ পরেছে এই ভেবে
চোখে চোখে মিনতি করিস ।
গোঁসাই বলছে , জগতবন্ধু
এতে রাগের এত, কি আছে ?
রাধার মতন দুর্লভ ধন
এ জগতে আর , কার আছে !