যখন ,
হলুদ কলকে ফুলের মতন সকাল ,
পুকুরের নীল জলে ছায়া দেখে আর
স্থল পদ্ম বনের ঘুম ভাঙ্গে ;
তখন মনে হয় ,
আমার আরো একটা সকাল নষ্ট হল ।
ব্ ন্তচ্যুত স্বপ্ন সব ঝরে পড়ে ।
তবু ভাবি কোনদিন তুমি
আঁচলে কুড়িয়ে নেবে তা ভরে ।
ফড়িং এর ডানার মতো আশা
আমার পিছু ছাড়ে না ।
এরপর ,
যত বেলা বাড়ে
তত তুমি স্পষ্ট হও
তত আমি স্পষ্ট হই ,
এক দগ্ধ দিনের ক্যানভাসে ।
সেখানেতে ,
কোন মেঘ নেই
কোন জল নেই ।
সব জমিন রুখাশুখা ,
একটা প্রচণ্ড বাস্তবের মতো ।