অজান্তে তার হৃদয় ক্ষত,
জানিনে কেমন আছে এখন,
গোছালো স্বপ্ন ভেঙে দিয়ে,
ফেলেছি অগোছালো জীবন।
রাগে-ক্ষোভে দূরে সরে,
চোখে ঝরে ব্যথার ধারা,
ভালোবেসে অপরাধী,
হয়েছি বারবার হারা।
নিঃশব্দে সে আজও কাঁদে,
অভিমানে মন যে পুড়ে,
জানতে পারলে ফিরত কি?
ভালোবেসে আগের মতো জুড়ে?