আমি এক নিঃসঙ্গ প্রদীপ, জ্বলতে জ্বলতে ক্ষয়,
আলো দিই চারপাশে, তবু আমার আঁধার রয়।
আমি বাতাসে দুলে যাই, নিভে যেতে নেই মানা,
শিখার মাঝে ছাই জমে, তবু বলি—আছি আমি জানা।
ঘরের কোণে ঠাঁই আমার, দেয়ালের ছায়া সঙ্গী,
কেউ দেখে না আমায়, তবু আলোই আমার ধর্মী।
রাতের শেষে ভোর আসে, সূর্য জ্বলে আকাশে,
তখন আমি নিভে যাই, কেউ রাখে না উষ্ণ আশে।
কেউ বলে না ধন্যবাদ, কেউ রাখে না কাছে,
তবু আমি জ্বলতে থাকি, নিভে যেতে আছে।
আমি এক নিঃসঙ্গ প্রদীপ, আলো আমার পরিচয়,
শেষ বিন্দুতে নিভে যাব, হয়তো থাকবে স্মৃতিস্ময়।