কইবো না আর প্রিয়, কইবো না আর
তোমার সহিত মনের গল্প কথন।
বড় আশা করে পেয়েছিলাম,
মিত্রা তোমারি মতন

এমন উদগ্রীব ভাবে দিলে তুমি
মনের কামড়, কি করি ভাই.. কি করি,
তাহা মোর মোন কে বলি।

অগ্রদূতে তুমি মোরে
এমন বার্তা পাঠাইলে প্রিয়ম্বরী,
তাহা দেখে ব্যাকুল হয়ে
হারাই মোর আঁখিবারি

তুমি মরে এমন ভাবে
দিলে কষ্টের হাহাকার,
আমি বুঝি প্রিয়...
এরূপ নহে তোমার ব্যবহার।

চিন্তা করিও না প্রিয়, তোমার সহিত
কইবো না আর মনের গল্প কথন,
কইবো না আর প্রিয়, কইবো না আর...
নিরব থাকিব জনম জনম।।