বিশ্বাসহীনতার এক পাত্র আমি,  
অন্ধকারে হারানো এক কণ্ঠস্বর,  
যেখানে আলোর ছোঁয়া নেই,  
শুধু শূন্যতার নিঃশব্দ গহ্বর।  

প্রতিটি বিশ্বাস ভেঙে পড়ে,  
যেন বালির ঘর, ঢেউয়ের তীরে,  
সত্যের মুখোশ খসে যায়,  
মিথ্যার আড়ালে সবকিছু ধীরে।  

তবুও এই শূন্যতার মাঝে,  
একটি প্রশ্ন জ্বলে অনির্বাণ,  
কোনো আলো কি ফিরবে আবার?  
নাকি এই অন্ধকারই চিরস্থান?  

বিশ্বাসহীনতার পাত্র আমি,  
তবুও খুঁজি একটুকু আশার সুর,  
যেখানে ভাঙনেও হয় গড়ন,  
অন্ধকারে জ্বলে এক ক্ষীণ আলোর নূর।