আমি এক ব্যর্থ প্রেমিক, আঁধার মোর সাথী,
হৃদয়ে জ্বলে ব্যথার প্রদীপ, নিভে যায় রাতই।
দূর আকাশে চাঁদের আলো হাসে মৃদু-মন্দ,
আমার শুধু বিষাদভরা স্মৃতির ছন্দ।
তোমার চোখের নীল সমুদ্র ডুবেছিলাম তায়,
ভেবেছিলাম ভালোবাসা রবে আমায় ঘিরে ছায়।
কিন্তু সে তো মরীচিকা, মরুভূমির জল,
স্বপ্নগুলো ভাঙল শেষে, রইল কেবল ছল।
তোমার পথে ছড়িয়েছিলাম রঙিন কত গান,
আজও সে গান বয়ে চলে, কিন্তু তুমি অজান।
হয়তো আমি ব্যর্থ প্রেমিক, ছিল না কিছু ভাগ্যে,
তবু তোরই নামটি লেখা হৃদয়ের এ পাতায়।
এখনও যদি ফিরে চাও, আঁধার মোছে মোর,
তোমার ছোঁয়ায় ফুটবে আবার ভালোবাসার ভোর।
কিন্তু জানি, সে দিন পাব না, হারিয়ে গেছ দূরে,
আমি এক ব্যর্থ প্রেমিক, আজও কাঁদি চুপে চুপে।