রূপোলী থালার আলোয়
অমাবস্যা আঁকে চিত্রকর

বুকের ভেতর থেকে বেরিয়ে পড়ে
গেঁটেবাতের ব্যথা

পুরোনো শত অমাবস্যা,পূর্ণিমার
ক্ষত জেগে উঠে

বেনোজলে ভাসে বুড়ি
মস্তিষ্কের আঁচড়ে রং তুলি।