এইসব আলাভোলা জীবনের মাঝে
রুবিক্স কিউবের মত ছড়ানো ছিটানো খেলা তাকিয়ে দেখছি সব জীবনের পরতে পরতে....
খোলামকুচি পুকুরপাড়ে।
বাইসাইকেলের বোঁ বোঁ চলার মতন করে
সরুপথে জীবনের চোরাগলি ক্রিং ক্রিং
প্যাডেলের চাপে থাকে কারো ক্ষোভ,ভয়
ভালোবাসার মানুষকে মনের দেশে নিয়ে যাওয়ার....
ছোট বড় সবাই দলছুট একদিন
বাইফোকালে বন্ধু খুঁজে মরা।
পড়ন্ত বিকেলে উড়ে ছাই।
সূর্যের কাছে সব ক্লান্ত একদিন।
বয়েসের বাঁজখাই ঢেউ।
কেউ হাসে কেউ কাঁদে।
ঘুঁটে পুড়ে যায় তবু গোবর হাসে.....!