মেঘবালিকার সঙ্গে দেখা হয়নি আজও

দূরভাষে মহাকাব্যপাঠ

তোমার কণ্ঠে আছে জাদু

ফেলুদা,টেনিদা কাকাবাবু
কিংবা পুরোনো হিন্দির লিরিকে
গল্পের ঠোঙা ভরে যায়

আমি উড়িয়ে তোমায় নিয়ে যাবো

অজানা সবুজের দেশে,কবিতার দেশে

কবিতাপরী যাবে আমার সাথে?

তোমার প্রতি ভাবনায় সময় স্পিকটিনট্

চিন্তার দরজায় কে যেন কড়া নাড়ে

তোমার হাতের আধখাওয়া বিস্কিট,ক্যাডবেরি,চকলেট

ডাকে যেন আমায় আয় আয় করে।