কতগুলো শব্দ পাশাপাশি জুড়ে দিলে কবিতা হয়ে যায় কবির ক্যানভাসে।
হয়ত দেবদারু গাছ অন্যরকম প্রাণ পায়
ছাতিম গাছে কোনো ভূত জন্ম নেয়
ভবিষ্যৎ চেয়ে দেখে কত গাছপালা
সবই কবিতায় সম্ভব।
অজানা পাখির কত ডাক
কোলাহলের পরে নস্টালজিক সন্ধ্যা
আরও কত কিছু!
কবির চোখে যেন পটে আঁকা
জীবন্ত!
হয়ত উদাসীন মনে পার্কেতে বসে
প্লট খুঁজে হয়রান,দিশাহারা
পাশেই পিটুইটারির খেলা
শিৎকার!
কবি তুমি বড্ড উদাসীন
বড্ড ভালো
তোমার কলমটাই পুরুষত্বের বাহক।
আমি জানি
কবি তোমার ঘরে দুঃখ শব্দহীন
শব্দের ঝংকার শুধু তুমিই বোঝো।