জীবন প্রদীপ নিভে গেছে
নেভে নাই পৃথিবীর ‘পরে তোমার এই
কৃতকাজগুলো।
ওই তো বইয়ের পাতায় শোনা যায় মর্মর
ধ্বনি
ট্রাইবাল মানুষের দুঃখের
স্ফুলিঙ্গ,তাদের জীবনের
টানাপোড়েন,সময় স্পিকটিনট।
মেরুদন্ডের মাঝে শক্তি পেয়েছে
তারা,তারাও ভারত মাতা
হে স্তন্যদায়িনী মাতা তুমিও
পেয়েছো ঠাই ইতিহাসে;সেও কোনো
এক মায়ের জন্যে
হাজার চুরাশির মা প্রদীপ
জ্বালিয়েছো এই ধরণীর ঘরে।জীবনের
দুঃখ কষ্ট নিংড়ে দিয়েছিলে তুমি
খেরোখাতার কোণে কোণে।
পৃথিবী তাকিয়ে আছে অম্লান বদনে
কাজের সাক্ষী হয়ে আর আদিবাসী
জনতা বড্ড বেশি শোকাবহ আর
নস্টালজিক
কেননা তুমি যে ওদের পাশে গর্বিত
হয়ে বসে আছো