এখানে শব্দগুলো বেশ উশৃংখল এবং শূণ্যগুলো
মাথাকে বিভক্ত করে দেয়।
এলোমেলো মাথায় প্রলাপ বকতে থাকে অযাচিত কথার স্ফুলিঙ্গ
আর ঘুম উধাও-চোখ নিতে চায়না বিশ্রাম।
এভাবে নিজের সাথে কথা বলে জাবরকাটার মত করে
অব্যক্ত গানগুলো শূণ্যে ভাসিয়ে দিয়ে চলতে চলতে সব থেমে যায়।
থেমে যায়না জাবরকাটা,শুধু থেমে যায় পথ মেপে হাটা।
হাতের পাঁচটি আঙুল শিল্পীর সূরের ঝংকারের মত
নেচে চলে,অনামিকা-তর্জনী হেসে কুটিকুটি
নিজের সাথে রোমন্থনে।
এও ভাল….
চিন্তার মাঝে থেকে নিজেকে শুধরে নেয়া যায়
সময় প্ল্যাটফর্ম ছাড়ে
কেননা একাকী সময়টুকু কাটা বড় দায়
সেই আইনিস্টাইনের রিলেটিভিটির থিওরি।
তবুও খারাপ লাগে….
মনে হয় মস্তিষ্কের উদ্ভট কথাগুলি
কম্পিউটারের প্রোগ্রামের মত কাট করে
পেস্ট করে দিই কোনো অজানা জঙ্গলে
যা ব্যাটা দূর হ….
পরিশেষ….
আদিগন্ত সূর্যাস্ত এখন কিছুটা আমাকে চেনে
প্রকৃতির কান্না শুনতে পাই
কিছুটা আমার সকাশে
আমি আজ নই শংকিত
আমার ক্লাইম্যাক্স কী বলে?