অন্যদের মতো তোমার জন্য
হাজার পদ্ম আমি আনতে পারিনি
আমি পারিনি গোলাপ ফুল এ
তোমায় সাজাতে;
পারিনি চাঁদের জস্না এনে দিতে
পারিনি পূর্ণিমা উপহার দিতে।
তবে যা দিতে চেয়েছি তুমিতা
অবঙ্গা ভরে দিয়েছ দূরে ঠেলে।
ছলোনার চাদরে জড়িয়েছ নিজেকে
হয়েছে তোমার জয়।
আমি চেয়েছি, সব কিছু উজাড়
করে দিতে।কলমির গন্ধে!
দিকে দিকে তোমার জয় গান
আমি মুখ থুবড়ে!