রাতের অন্ধকার নামলেই
এক অজানা ভালো লাগা
গ্রাস করে আমায়।
হাজারো স্মৃতি জীবন্ত হয়ে ওঠে
স্বপ্নরা মাথা চাড়া দিয়ে ওঠে
তুমি হারিয়ে যাও আলোতে;
তারারা আকাশ আঁকলেই
মায়াবী আলোয় স্পর্শ করে
শরীর-মন-আত্মা
অন্ধকার তোমায় চেনায়
বেঁচে থাকার প্রতিশ্রুতি দেয়।
আলো ঝলমলে উঠলেই
বিষন্নতা আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে
ছুঁড়ে ফেলে নর্দমায়
অকারণে ছেড়ে যাওয়া
তুমি তেই ডুবে যাই,
যন্ত্রণা কুড়ে কুড়ে খায়
বিবেকের গলায় বিষ ঢেলে
ফুসফুসে আগুন জ্বালাই।
আর অন্ধকার নামলেই
এক অজানা ভালো লাগা
গ্রাস করে আমায়।