রাস্তার ধুলো গুলো চেটে খাচ্ছে
সদ্য জন্মানো ঈশ্বর
মায়ের দুধের স্বাদ আ-জন্মের
লবনাক্ত ধুলো গুলো আজ অমৃত
তাও তোমার আমার জুতোর তলার।

গুটি কয়েক বসন্ত পেরিয়ে
কোন এক ভয়ানক শীতে
আবির্ভূত হয় নব নব ঈশ্বরের
ডাষ্টবিন গুলো পরিনত হয় মন্দিরে
হয়তো বেলা বোস সাঁড়া দেয়
নয়তো কাঁদায় মিশে যায়
আর রাস্তার ধুলো চেটে খায়
সদ্য জন্মানো ঈশ্বর।

ঘটা করে সন্ধ্যা প্রদীপ জ্বালায়
ভোগ দেয়, আরতী হয়
আলোয় আলোকিত হয় সংসার
আর অন্ধকারে বেড়ে ওঠে                      
সদ্য জন্মানো ঈশ্বর।