তোমায় যখন ভালবাসতাম
তখন হাজার হাজার শর্ত ছিল
তবুও আমি শর্তহীন।
শত শত প্রতিশ্রুতি ছিল
তবুও যেন আমি শ্রুতিহীন
তুমি কেন চাইলে আমায়?
আমি ধোঁকা দিয়ে চলেছি
তোমায়,তবুও ভালোবাসা দিলে
মায়ার বাঁধনে জড়িয়ে;
মিথ্যাকে সত্য ভেবে
বুক বেঁধেছ পাথরে।
নুড়ি কুড়িয়ে বেঁধেছ স্বপ্নের ঘর।
আন্ধকারের ভেতর।
পড়ন্ত বিকেলে, গঙ্গার ঘাটে
কলমির গন্ধে, শাড়ির আঁচলে
মাটির গন্ধ মেখেছ গায়
সাদা ফুলে, চন্দনের ফোটায়
এভাবে ও বেঁচে থাকা যায়।