আকাশের চাঁদটা বুকের স্রোতে
তাঁরা আর জ্যোৎস্নার গুঁড়ো মিশিয়ে
নেড়ে চলছে বারংবার
বিভৎস উল্লাসে ফেটে পড়েছে
কালো কুৎসিত অন্ধকার।
ঝিঁঝিঁ পোকার ব্যঙ্গ চিৎকারে
ঘুম না আসা চোঁখ জ্বলনিতে
মাথায় বেড়ে উঠছে দিনে দিনে
কুচিন্তা! নিকোটিনে ছ্যাঁকি স্বপ্ন;
তবুও রাতের অন্ধকারে পরিষ্কার
দেখতে পাই তোমার উজ্জ্বল মুখ।
তোমার মুখে আকাশ আঁকবো বলে
প্রকৃতির সব রং ভিক্ষায় এনেছি
নদীর সঞ্জীবনী শক্তি তুলে
শ্যামাঙ্গিণী সরলোতা ছোঁয়াতে যেতেই
অন্ধকারে দুটি চোখ পিটপিট করে
উবে যায় কপ্পুরের মতো।
ছিন্নভিন্ন হৃদয় শূণ্যতা গ্রাস করে,আর
আমি হতবাক হয়ে চোখ চেয়ে থাকি
আর পাঁচটা রাতের মতো।