আজ নয় প্রেম দিলে -
শিশিরের ঝিলমিল স্রোতে
সেই, স্রোতে ভাসি চলো...
অজানার উদ্দেশ্যে, তুমি আর আমি ।

এক পলকে ঝর্ণা কুমারী'র ঢেউয়ের মাঝে
দেখেছি তোমার বর্ণ বিলাস,
রোদের মিছিলে, জলপাই রঙের খেলা ।

এক ক্রোশ ! দূরত্ব জয়ের আশায়
আজ, চুমুক দিয়েছি ধোঁয়া ওঠা স্বপ্ন পেয়ালায়,
যদি বলো !
আমিই এনে দেবো, রিমঝিম বৃষ্টি বেলা-অবেলায় ।

কি যে, করো জানিনা !
যাই বলো, মানিনা...
চলো যাই, দেই ঝাপ,
দেহ মনে, প্রেম ও তাপ ।

আজ, এই রাঙা দিনে
আমি বিনে তুমি....?
এতো যেন, মণিহারা ফনি ।

ভেসে যাই চলো -
উদ্দেশ্য বিহীন অজানার পথে,
হারিয়ে যাই চলো, তুমি আর আমি ।