বিচিত্র এ বাস্তববাদী শহরের !
বিকেলের গর্ভপাতে, সন্ধ্যা নামে এ শহরের বুকে,
গ্রাস করে, নিস্তব্ধতা, নীরবতা ধুধু আঁধার চারিদিকে
কোথাও ল্যাম্পপোস্টের আলো আবার কোথাও ধুধু অন্ধকার ।
তারই মাঝে, অন্ধকার অলিতে-গলিতে
খদ্দের ধরার আশায়, ভিড় করে থাকে -
পেটের দায়ে, দেহ বিক্রির জন্য কিছু অসহায় নারী।
যৌবনদীপ্ত শরীর দেখতেই দিশেহারা খদ্দের
টাকার বিনিময়ে, ভোগের সামগ্রী হতে হয় সারারাত,
ক্লান্ত শরীর, ছুঁতে চায় বিছানা, মুহূর্তেই মনে পড়ে যায়....!
ঘরেতে অপেক্ষমাণ অসহায় পঙ্গু স্বামী, অনাহারী শিশু কান্না
রাত পোহালেই গুনতে হবে, বস্তির ঘর ভাড়া,
উনুনে চড়াতে হবে হাঁড়ি !
পঙ্গু স্বামী আর অবুঝ শিশুটি যে, রয়েছে অনাহারী ।
বাস্তবতার কঠিন প্রহারে, অসহায় নারীরা হয়েছে
আজ নিরুপায়, দিশেহারা......
কঠিন বাস্তবতার পদাঘাতে দুঃখ তাদের অতল,
অসহায়ত্বের সুযোগ নিয়ে, বানাই তাদের ভোগের পণ্য
দিতে চাই না অধিকার বা সামান্য সন্মানটুকু ।
হে ! নারী তুমি মহীয়সী, তোমার ঋণ শুধিবার নয়
তুমি প্রেমময়ী, তুমি স্নেহময়ী, তুমিই মমতাময়ী !
তোমার মাঝেই সকল ভালোবাসা, তুমিই সৃষ্টির আকর।