কি নাম দেবো তোমায়- "নীলকণ্ঠ" নাকি
গোধূলি আঁধারে পথহারা পাখি ?
"কামনা"- তোমার নাম, বলতেই দেখি লজ্জা মাখা আঁখি -
ঢেকেছ আঙ্গুলে, তারপর প্রেম এসে
চুপিচাপি হৃদয়ে, যেই বসেছে তোমার,
হৃদয় থেকে দেয়া নাম -
"নীলা", "নীলা" বলে তোমার কাছে আসি
তোমার দুরন্ত দেহে ছুঁয়েছি- "নীলকণ্ঠ" ।
ঝড়ো রাতে অনায়াসে- ভালবাসার স্রোতে ভাসতে ভাসতে
পরিপূর্ণ হৃদয় সঁপিয়া দিয়েছো ঝাঁপ-
যৌবনের অনির্বাণ শিখায় ।
শিখিয়েছ আমায়, ভালবাসা কত পবিত্র, কত মধুর,
ভালবাসার স্পর্শে ফুটিয়েছ ফুল- "ভাঙ্গা হৃদয় মাঝে"
নিভিয়েছ, অসীম চিতা'র আগুন ।
কি নাম দেবো তোমায়, বলো কোন নাম ?
যদি বলি লজ্জা, লাজুক পাতার মত প্রিয়
লাজ ভেঙ্গে, শিশিরের সুস্পষ্ট ছোঁয়ায়,
জেগে ওঠো লজ্জাহীনা হয়ে -
জড়িয়ে ধর আমার মায়াবী পাঁজরে ।
স্পর্শ করেছি তোমার দুরন্ত দেহ
ছুঁয়েছি যুগল মায়াবী আঁখি, কালো কেশ,
কখনো ইচ্ছে হয়, আঁখি অথবা বনলতা বলে ডাকি ।
লজ্জা নয়, আঁখি নয়, নয় বনলতা
"ভালবাসা" কি নাম দেবো তোমায় ?
তুমি তো আমারই নাম, আমারই আঙুলের ছোঁয়া -
হৃদয়ের আলিঙ্গনে বন্দি সারা বেলা ।