অনেকদিন হয়, কবিতা লিখি'না
অথচ, শব্দে'রা ক্রমাগত হামাগুড়ি খায়,
মস্তিষ্কে'র এধার হতে ও ধারে
প্রসবের যন্ত্রণা'য় অস্থির হয়ে পরি ।

কিন্তু, একটা কবিতাও প্রসব হতে পারে'নি
বাস্তবতা'র কঠিন প্যাঁচে, থুবড়ে পরে থাকে -
নিষ্প্রভ সিগারেট'র মত ।

আমি কবি নই, তবুও যন্ত্রণা'রা রক্ত ঝরায় অবিরাম
তবু, বাঁচার জন্য নির্ঘুম রাতের কাছে,
ভিক্ষা চাই- একটু সময়,
চাই, একটু ঘুম ।

আমার চোখে এখন, স্বপ্নে'র বিলাসিতা
ঘাসে'র কাফনে, শিশির ঢালছে,
ভীষণ ক্লান্ত আমি -
ক্লান্ত শরীরে- নির্ঘুম রাতে'রা হয়তো নিয়েছে অবসর ।