ভালবেসে তোর কাছে চেয়েছিলাম-
ঝলমলে একমুঠো রোদ কিংবা
বর্ষার বাদল ধারায় ঝড়ে পরা এক ফোঁটা জল।
চেয়েছিলাম তোর বাঁকা ঠোঁটের কোণের
এক চিলতে মুচকি হাসিতে-
শুষে নেবে চোখের কোনে জমানো অশ্রু জল।

চেয়েছিলাম স্বপ্ন-সুখের সারথি
যার ছোঁয়ায় ধুধু আধার মাঝে জ্বলবে আলো,
হারিয়ে যাবো রাতের প্রদীপ জোনাকির তরে।
চেয়েছিলাম তোর নরম হাতের স্পর্শ, উষ্ণ আদর
আর নরম বুকের ওম,
দেবে প্রশান্তি হারিয়ে যাবো প্রভাতের নব সূর্যের তরে।

চেয়েছিলাম সাদামাটা নির্ভেজাল জীবন
টাকা-পয়সা, ধন-সম্পদ, ঐশ্বর্য চাইনি কখনও
আমার চাওয়াতে শুধু তুই ছিলি, ছিল ফাগুন
আর ঢেউ নদী কূল।

কিছু চাওয়া রয়ে যায়, অবশিষ্ট জীবনের পাওনা
ভুলে গেছি আজ, সুখের আন্তর্জালে জড়ানো সব স্মৃতি
রয়ে গেছে শুধু বেদনার দগ্ধ কোলাহলে অতৃপ্ত হাহাকার।