অনেকদিন ধরে, একটি নীল খামের প্রতীক্ষায় -
বসে আছি, একটি সুসংবাদ দেবে বলে,
দিনের পর দিন অপেক্ষা করছি.......
একটা অনবদ্য নীল খামের জন্য -
একটা কবুতরের জন্য, একজন পোষ্টম্যানে'র জন্য ।

একটা সুসংবাদ দেবে বলে
গিয়েছিলে, পশ্চিমে..... আরো পশ্চিমে.....
আমাদের দেয়ালটা ছেড়ে কোনাকুনি দূরত্বে
অনেকটা, পেরোতেই যে জারুল গাছ,
তার ঠিক পাশের নদীটা পেরিয়ে গিয়েছিলে.....
বলেছিলে, ফিরে এসে বলবে,
অনেকদিন ধরে, ঊহ্য হয়ে থাকা সেই কথাটি ।

অনেকদিন পর এসেছিলে
কিছুক্ষণ দাঁড়িয়েছিলে, জারুলে'র ছায়ায়,
হয়তো কোনরকম সুসংবাদ ছাড়াই এমনিতেই
হাতে হাত রেখে বলেছিলে -
"নীল খামে " জানাবে, হৃদয়ে পুষে রাখা সুসংবাদ ।

একটি সুসংবাদের উপর ভিত্তি করে
দু'জনে দাঁড়িয়েছিলাম, একটা সীমারেখা দূরত্বে,
প্রতীক্ষিত নীল খাম, এলোনা আর -
কবুতর উড়তে দেখিনা আজ, বাড়ী'র ছাঁদে
দিনের পর দিন - রাতের পর রাত গেল চলে ।

একজন পোষ্টম্যান বাড়ী এলোনা বলে !
একটু বাতাস বয়ে গেলনা বলে,
কিংবা বৃষ্টি এলোনা বলে......
সুসংবাদ পাওয়া হলো না আর
তবুও আজ, নীল খামের প্রতীক্ষায় পথ চেয়ে থাকি ।

রচনাকাল : মার্চ / ২০০৭