ঢাকের আওয়াজ বাজে মা'গো
হৃদয় মাঝে সারাক্ষণ,
ষষ্টি, সপ্তমী, অষ্টমী ও নবমী'তে
ছিলাম সবাই মহা আনন্দে'তে ।
বিজয়া দশমী তিথি'তে—
তোমার বিদায় বেলায় আজকে মা'গো
জলে ভরে দু'নয়ন ।
মণ্ড'পে মণ্ড'পে আজ, সিঁদুর খেলায়
তোমার আশীর্বাদ নিবো সবাই,
বিসর্জনের সুরে, অশ্রুসিক্ত চোখে -
দুর্গা মা চলেছেন আজ, কৈলাসেতে ।
পূঁজোর বহর গুছানো শেষ -
ঢাকের কাঠি'তে বাজছে আজ, বিরহের সুর,
আনন্দের জগতে, বিভোর ছিলাম মা'গো
খুশির জোয়ারে ভাসা, এ ক'দিন ।
রুমালে'তে চোখ মুছি আর বলি-
চলেই যখন যাবি, ঠিক করেছিস,
কী আর বলি মা তোকে ?
সারা বছর তোর আশীর্বাদে -
থাকি যেন মা’গো, সবাই সুস্থ, সবল ।