লাখো শহীদের বুকের, তাজা রক্তের বিনিময়ে
পৃথিবীর মানচিত্রে, স্বাধীন সোনার বাংলাদেশ পেলাম,
হে ! বাংলা মায়ের দামাল, বীর সন্তানেরা-
নাও বাঙালির লাখো-কোটি সালাম ।
বাঙালি ভুলিনি আমরা, একাত্তরের পাক হানাদারের
ভয়াবহ তাণ্ডব লীলা কথা.....!
বাংলার বুকে, পাক বাহিনী বাংলাদেশে ঢোকে -
হিংস্র হায়নার বেশে, রক্তচক্ষু আর অট্টহাসি হেসে,
অস্ত্রশস্ত্র, গুলাবারুদ নিয়ে সুসজ্জিত হয়ে-
বাংলাকে ধ্বংসের নিষ্ঠুর স্বপ্ন, হৃদয়ে এঁকে ।
বাংলাকে রক্তের স্রোতে ভাসিয়েছে -
হিংস্র নরপিশাচ পাক হানাদার,
নিয়েছে কেড়ে লাখো ভাইয়ের প্রাণ,
কত নারীর ইজ্জৎ লুটেছে, বানিয়েছে বিরঙ্গণা !
বাঙালির হৃদয় পাঁজরে লেখা আছে আজো-
বীভৎস সেই করুণ কাহিনী কথা !
শান্ত বাংলায় ছিনিয়ে আনবো, স্বাধীন পতাকা
এমন মন্ত্র পাঠে...
মার্চের অমর বজ্রকন্ঠে - মুক্তির সংগ্রামের ডাক শুনে -
বাঙালি জাতি সব, বর্ণ বিভেদ ভুলে,
বিজয় স্বপ্ন হৃদয় মাঝে এঁকে -
মৃত্যুর মালা গলায় পড়ে, দেশ মাতৃকার টানে
ভয়কে পিছু ঠেলে, অসীম সাহসে বুক বেঁধে -
ঝাঁপিয়ে পড়ে শত্রু নাশে, রণাঙ্গনের মাঠে ।
পায়ে শিকল, হাতে বেড়ি পরাধীনতার কালো আঁধার ভেঙে- নব সূর্য ছিনিয়ে আনতে-
নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধ হলো,রক্তপিপাসু পাকহনাদারের সাথে।
কত বীর শহীদ হলো, স্বদেশ ভক্তি নিয়ে
অতঃপর পাকবাহিনীর পরাজয়ে, হয়েছিল বিজয় এই বাংলার
মুক্তির বিজয় নিশান উড়েছিল - ‘১৬ই ডিসেম্বরে' ।