১৬ই ডিসেম্বর আসে বাংলার বুকে, বাঙালির বিজয়ের বেশে
বিজয়ের পতাকা হাতে বাঙালিরা সব, বিজয় উল্লাসে ভাসে ।
কিনেছি এই দেশ মোরা- লাখো শহীদের বুকের তাজা রক্তে
মা'গো তোমায় সন্তানেরা -
তোমাকে "মা" বলে ডাকতে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে ।
লাখো শহীদের তাজা রক্তে ভেজা, বাংলার মাঠ- প্রান্তর
শুকায়'নি আজো, সন্তান হারা মায়ের চোখে জল-
সন্তান হারানোর দুঃখে আজো ফাটে দুঃখীনি মায়ের অন্তর ।
ভুলিনি বাঙালি আমরা সেই- ৫২, ৬৯, ৭১ -এর কথা
নিষ্ঠুর নরপিশাচ'দের ঘৃণ্য অত্যাচারের দিনগুলো-
স্মৃতিতে ভেসে আজো, হৃদয়ে লাগে ব্যথা ।
রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিল, অজস্র বাংলা মায়ের বীর সন্তান
বীরের জাতি, মাথা তুলে মায়ের সম্মান বাঁচাতে-
বীরের বেশে নিঃশেষে বিলিয়ে গেছে প্রাণ ।
কত মা ! কত বোন ! ইজ্জত হারিয়ে হয়েছে- বীরাঙ্গনা,
সাক্ষী কত যোদ্ধা, সাক্ষী সেই- শহীদ জননী জাহানারা ।
হে ! বিজয় তোমাকে পাওয়ার আশায় কত প্রহর গুনেছি,
অতঃপর, মহাবীরের বজ্র'কণ্ঠে স্বাধীনতার ডাক শুনেছি ।
বিজয় তুমি স্বপ্ন দেখা লাখো শহীদের ইতিকথা,
সন্তানহারা মায়ের বুকে জমানো- পাহাড়সম ব্যথা ।
সবুজের বুকে লাল নিশান উড়ে, বাংলার আকাশ জুড়ে
১৬ই ডিসেম্বরে, এক বুক রক্ত দিয়ে -
এনেছিলাম ছিনিয়ে বিজয় বাংলার ঘরে ।
প্রতীক্ষিত নতুন ভোরের আশায়, লাখো শহীদ দিল প্রাণ
১৬ই ডিসেম্বরে, বাঙালি আমরা গাই, বাংলা বিজয়ের গান ।