বিজয় মানে, বাংলার আকাশে সবুজের বুকে লাল পতাকা
অসীম সাহসে, রণাঙ্গনে দিয়েছে প্রাণ -
লাখো মায়ের দামাল সন্তান,
জীবন দিয়ে, ছিনিয়ে এনেছে বাংলা মায়ের সম্মান ।
মুক্তির জয় গানে, ৭ই মার্চের অগ্নিপুরুষের আহ্বানে
বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল, মুক্তির সংগ্রামে,
ত্রিশ লক্ষ শহীদের তাজা রক্তে -
পেয়েছি আজ, এই স্বাধীন সোনার বাংলাদেশ ।
ডিসেম্বর এলে ! মেতে উঠে এদেশ বিজয় উল্লাসে
প্রিয়জন হারানো স্বজন'রা ক্ষণিকের জন্য -
ভুলে যায়, সব হৃদয়ে জমানো ব্যথা-বেদনা,
বাঙালি মেতে উঠে, সবাই বিজয় উল্লাসে।
চিনেছে ! নরপশু হানাদার অত্যাচারী বাহিনী
বাঙালি জাতি নয়কো ভীরু-কাপুরুষ,
অন্যায় রুখতে রণাঙ্গনে, সজ্জিত থাকে দিবানিশি ।
নতশিরে ভীরু কাপুরুষের মতো
বাঙালী আমরা করি না আপোষ অত্যাচারীর সাথে,
লাখো শহীদের এক বুক তাজা রক্তে -
বহু যতন করে গড়েছি, আমরা সোনার বাংলাদেশ ।
বাঙালি আমরা, অত্যাচারীদের রক্তচক্ষু করি না ভয়
অন্যায়ের গলায় পদচিহ্ন এঁকে, ভয়কে করি জয়-
অসীম সাহসে, বিজয়ের স্বপ্ন হৃদয়ে এঁকে -
বিশ্ব মানচিত্রে, বাংলাদেশ নামের করেছি ঠাঁই ।
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রাম শেষে
অবশেষ ! ১৬-ই ডিসেম্বর এলো বাংলার বিজয়ের বেশে ।