ব্যথা দে, আমায় ব্যথা দে....
রাতের শরীরে মিশে আছে, তারাদের ঘ্রাণ,
এই কথা মেয়েটি জানে, অজাত জ্যোৎস্না'য় ।
ছোট ছোট শ্বাস ফেলে -
মেয়েটি উতলা হয়, এ সুখের পৃথিবী'তে !
কিসের ব্যথা পাবি বল ?
স্নিগ্ধ প্রতারণা,
নাকি আজীব ? জতু গৃহ দিলে ।
মেয়েটি আজ, শিখেগেছে
ডুবে যাওয়া কাকে বলে ?
এখন, সে ডুবে যায়
রোজ রাতে বার বার ডুবে যায়,
আবার ভেসে ওঠে -
তারাদের'র দেশে !
সেখানে, সে মেয়েটি- "ভিন্ন গ্রহবাসী" ।
দিতে পারিস, যা চাস
তার আগে বল -
তুই কি, আমাকে দিয়েছিস কখনও,
"অযাচিত ব্যথা" ?