জীবন চলার পথে, কিছু চাওয়া ছিল
ছিল কিছু, প্রাপ্যতার আকাঙ্ক্ষা,
চাওয়া গুলোকে ভেবেছিলাম-
ঝলমলে শ্রাবণের পূর্ণিমা চাঁদ,
না পাওয়ার ছলনায়-
ডুবে গেছে, পুনরায় কালো মেঘের অন্তরালে।

সকল চাওয়ার হয়না পাওয়া
জীবন তরীর এই নিঠুর খেয়ায়,
বেলা শেষে, চাওয়া গুলো সব ভেসে যায়
নির্জন বিকেলের, ডুবন্ত সূর্যের ভেলায়।

চাওয়া ছিল শুধু স্বাধীনভাবে, তৃপ্ত হৃদয়ে বাঁচার
সুখগুলোকে শুধু আলিঙ্গনে রাখার,
ব্যাস! এতটুকুই আর কিছু নয়।

তৃপ্ত সুখের জীবনের মায়ায়
চাওয়া গুলো সব বিসর্জন দিয়েছি-
ভ্রান্তির ছায়ায় !
বুঝেছি, এত দিনে চাওয়ার সমাধি ঢেকে গেছে ধুধু আঁধারে
সব হারিয়ে আজ, পথ হারানো পথিক হয়ে-
মিশে গেছি "অতৃপ্ত চাওয়ায়" অন্তরালে

রচনাকাল : ১৭/১০/২০২২
বারহাট্টা